মালনীছড়া পূজামন্ডপ পরিদর্শনে দানবীর ড. রাগীব আলী

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে সকলকে সচেষ্ট থাকতে হবে

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে সকলকে সচেষ্ট থাকতে হবে

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সোমবার ব্রিটিশ শাসিত বাংলার প্রথম ও বাংলাদেশের প্রাচীনতম চা বাগান মালনীছড়ায় পূজামন্ডপ পরিদর্শন করেছেন দেশ বরেণ্য শিল্পপতি, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবসেবায় নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, সিলেটে সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। এক্ষেত্রে মালনীছড়ারও প্রাচীন ঐতিহ্য রয়েছে-উল্লেখ করে তিনি বলেন, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি। এই বাগান এলাকায় সবার মধ্যে সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে; সেই সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী আরো বলেন, এই পূজামন্ডপ দেখতে নগরীর বিভিন্ন এলাকার মানুষ মালনীছড়ায় ছুটে আসেন। তাদেরকে সুন্দর পরিবেশ উপহার দিতে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। 
এদিকে, মালনীছড়া চা বাগানের স্বত্বাধিকারী দানবীর ড. রাগীব আলী পূজামন্ডপ দেখতে গেলে পূজা কমিটি ও বাগান পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপক মো. আজম আলী, সহকারী ব্যবস্থাপক সুকুমার সরকার, হেড টিলা ক্লার্ক মো. সুজাউল করিম, সেকেন্ড টিলা ক্লার্ক মো. জাহাঙ্গীর আলম খান।
এ সময় মালনীছড়া পূজা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শ্রী হৃদেশ মোদী, সাধারণ সম্পাদক বিক্রম গোয়ালা, পঞ্চায়েতের পক্ষে শ্রী সুফল বাড়াইক, শ্রী জিতেন সবর, দিলীপ নায়েক ও সঞ্জয় (১), বাবলু, সুজন, বচন, সন্তোষ, লুদু, সঞ্জয় (২) প্রমুখ।