স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে  প্রধান ভূমিকা রাখবে শিক্ষার্থীরা --------নুরুল ইসলাম নাহিদ 

স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে  প্রধান ভূমিকা রাখবে শিক্ষার্থীরা --------নুরুল ইসলাম নাহিদ 


রয়েল ভিউ ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ব্যক্তি ও জাতির পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা। শিক্ষার মাধ্যমে যেকোন প্রতিকূলতাকে অতিক্রম করে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে প্রধান ভূমিকা রাখবে আজকের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় লক্ষ্য অর্জনে যোগ্য করে গড়ে তুলতে হবে।  
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, সরকার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সকল বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন নতুন অনেক ভবন নির্মাণ, শিক্ষক নিয়োগ, প্রতিষ্ঠান সরকারিকরণ, বেতনভাতা বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিচালনা করছে সরকার। এ বিদ্যালয়ের অনেক ঐতিহ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেকে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং করছেন। অনেক বিখ্যাত মানুষ সৃষ্টির কারিগর এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের নাম বলে শেষ করা যাবে না। এই দিনে বিদ্যালয়ের উন্নত ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: রঞ্জিত কুমার দে’র সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক পরিচালক কর্নেল ডা: রুকনুল ইসলাম চৌধুরী (অব:), উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ আব্দুল জলিল, নকুল রাম মালাকার, সেলিম আহমদ, কামরুজ্জামান, শিক্ষক লুৎফুর রহমান, বিধান পাল। বিদ্যালয়ের প্রভাষক শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল বশর ছদরুল্লাহ চৌধুরী, শিক্ষানুরাগী শেখ কামরুজ্জামান কামরুল, আবদুস শহীদ খান জিলা প্রমুখ। এসময় অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।