সারী নদীতে মোবাইল কোর্টের অভিযান, চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা

সারী নদীতে মোবাইল কোর্টের অভিযান, চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে সারী নদীর উৎস মুখে অভিযান পরিচালনা করে বেশ কিছু পাথর জব্দ করে নিলামে বিক্রয় ও জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার লালাখাল এলাকার সারী নদীর উৎস মুখ এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

জানা গেছে, দীর্ঘ দিন হতে স্থানীয় একটি মহল অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ পাথর উত্তোলন ও বিক্রয়ের সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী যৌথভাবে এই  মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করেন। এসময় ৪ জন পাথর উত্তোলন কারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির লালা খাল ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেন, জব্দকৃত পাথর প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৫ লক্ষ ৫৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে।

তিনি আরও জানান, সারী নদী ৩ নামক অংশটি মামলা থাকায় সরকার ইজারা প্রদান করেনি। এই সুযোগে একটি মহল অবৈধভাবে পাথর উত্তোলন ও সংগ্রহ করে গোপনে মজুদ করে রাখে এবং বিক্রয় করে আসছে। বিষয়টি জানার পর  আমরা অভিযান পরিচালনা করেছি।  এখন থেকে  নিয়মিত সারী ৩ নামক এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। 

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী বলেন, অভিযান পরিচালনার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জব্দ পাথর ৫ লক্ষ ৫৫ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে। এখন থেকে আমরা সারী ৩ নামক অংশে নিয়মিত অভিযান পরিচলানা করব বলেও উল্লেখ করেন।