সারাদেশে এসএসসি ও  সমমানের পরীক্ষা শুরু আজ

সারাদেশে এসএসসি ও  সমমানের পরীক্ষা শুরু আজ

রয়েল ভিউ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ রোববার শুরু হচ্ছে। এ বছর ১১টি শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্রসংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।  

এবছর মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এরমধ্যে  ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষা প্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। 

এবছর পূনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল ১০টা এবং শেষ হওয়ার সময় দুপুর ১টা। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার হলে অবশ্যই প্রবেশ করতে হবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। 

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) এসএসসি/ভোকেশনাল/দাখিল পরীক্ষা উপলক্ষে মহানগরীর আওতাধীন ৪৫টি কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার হুমকিস্বরূপ কাজ নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ আজ রোববার থেকে ২০ জুলাই পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানিয়েছেন, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ জন এবং মেয়ে ৬৪ হাজার ৮০৪ জন। এবার ১৪৯টি কেন্দ্রে ৯৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। জেলাওয়ারি কেন্দ্রসংখ্যা সিলেটে ৫৯, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ২৬ এবং সুনামগঞ্জে ৩৩টি। 
সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ জানান, অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী নিয়ে কেন্দ্র সচিবদের সাথে সভা হয়েছে। এছাড়া, বোর্ডের ৬টিসহ একাধিক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।