সারাদেশে গণ র‍্যালি করবে গণতন্ত্র মঞ্চ

সারাদেশে গণ র‍্যালি করবে গণতন্ত্র মঞ্চ

রয়েল ভিউ ডেস্ক:
সরকারের পদত্যাগের দাবিতে ঘোষিত ১৪ দফা এবং ২০১৮ সালের ভোট কারচুপির ‘কালো দিবস’ উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর গণ র‍্যালির কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। 

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ আমাদের অনেক নেতাকর্মীর মুক্তির দাবি এবং সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে সেদিন গণ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা ঢাকায় বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব এবং সেখান থেকে গণ র‍্যালি শুরু করবো।

মাহমুদুর রহমান মান্না বলেন, এমন কর্মসূচি আমরা ছাড়াও আরও অনেক দল ঘোষণা করবে। একই সঙ্গে একই রকম দাবিতে সেদিন তারা ‘কালো দিবস’ পালন করবেন। এছাড়া আমরা বলতে চাই, আমরা গণতন্ত্র মঞ্চ কেবলমাত্র এক দফার আন্দোলন করছি না। আমাদের আন্দোলনের শীর্ষ বিন্দু হচ্ছে এই সরকারের পদত্যাগের দাবি আর সেইখানে একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা, দেশের নির্বাচনে উপযুক্ত মাঠ তৈরি করা।

গত ১২ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ সরকার পতনে ১৪ দফা দাবি উপস্থাপন করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে মাঠে থাকার ঘোষণা দেয়। এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করে আগামী ২৪ ডিসেম্বর গণ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল।

গণতন্ত্র মঞ্চের ১৪ দফার মধ্যে- সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন নির্বাচন কমিশন তৈরি, খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তির পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠাসহ দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন প্রভৃতি গুরুত্বপূর্ণ দফা রয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারি, গণঅধিকার পরিষদের মো. রাশেদ খান, নাগরিক ঐক্যে শহীদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।