সিলেটে গণতন্ত্র মঞ্চ’র মানববন্ধন: গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহবান

সিলেটে গণতন্ত্র মঞ্চ’র মানববন্ধন: গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহবান

গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র মঞ্চ এর দেশব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২৫ জানুয়ারি বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণতন্ত্র মঞ্চ এর সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তাগণ বলেন, বিদ্যুৎ, গ্যাস ও সার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ-দুর্দশা বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, আমাদের আন্দোলন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন ও সংবিধান সংশোধন করে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্বশীল দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন ও দেশে ৯টি প্রদেশ গঠন সহ অংশিদারীত্বের গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তারা জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র মঞ্চের আন্দোলন সংগ্রামে সকল শ্রেণি পেশার মানুষ সহ সকল নাগরিকদের অংশগ্রহণের আহবান জানান। 
সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, জেএসডি নেতা রিয়াজ উদ্দিন আহমদ, হোসেন আহমদ, মাসুক মিয়া, শ্রমিক নেতা রফিক মিয়া, সরকার খোকন হায়দার, আব্দুল মুহিত, ইমরান আহমদ, জেএসডি’র জেলা সদস্য মাসুদ আহমদ, বেলায়েত হোসেন, শ্রমিক জোটের সদস্য জুম্মা খান কানু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি