সিলেটে চম্পা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিলেটে চম্পা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার চম্পা রানী দাস নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থী ও নিহতের স্বজনরা। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চম্পা রানী দাসের ছোট ভাই নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের কোষাধ্যক্ষ সন্দীপ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক পল্লবী দাস মৌ, শাল্লা সোচ্চার নাগরিক ফোরামের প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক সমর চন্দ্র দাস, শাবিপ্রবির দায়িত্বরত একাউন্টিং কর্মকর্তা মৃন্ময় দাস ঝুটন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ‘চম্পা রানী দাসকে যৌতুকের কারণে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। সর্বশেষ তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।’ বক্তারা এ ঘটনায় জড়িত চম্পার স্বামী মৃদুল চন্দ্র সরকার ও তার বড় ভাই মুকুল চন্দ্র সরকারের ফাঁসির দাবি জানান। বিজ্ঞপ্তি