সিলেটে ডাকাতের গুলিতে ৫ গ্রামবাসী গুলিবিদ্ধ 

সিলেটে ডাকাতের গুলিতে ৫ গ্রামবাসী গুলিবিদ্ধ 

রয়েল ভিউ ডেস্ক :
ডাকাত দলকে ধাওয়া করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচ গ্রামবাসী। এ সময় ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। রোববার ভোরে সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের পশ্চিম দত্তরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরনে কালো রঙের শার্ট ও প্যান্ট ছিল। পুলিশ এখনো ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
 
এদিকে ডাকাতের গুলিতে আহত ব্যক্তিরা হলেন- ওই গ্রামের দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), সাইদুল ইসলাম (৪০), আরমান আহমদ (৩০) ও দুলাল আহমদ (২৭)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রোববার ভোর পৌনে পাঁচটার দিকে দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। একপর্যায়ে ডাকাতরা জ্ঞান সেন ও তাঁর স্ত্রীকে বেঁধে ফেলে। বাধা দিলে জ্ঞান সেনের ছেলে দুলাল সেনকে মারধর করে ডাকাতেরা। পরে ডাকাত দলটি ওই বাড়ি থেকে এক হাজার ডলার, নগদ দুই লাখ টাকা, পাঁচ ভরি সোনা, ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরাসহ আরও বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি ওই পরিবারের।

ডাকাতির ঘটনা জানতে পেরে পশ্চিম দত্তরাইল জামে মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়। এ খবর জানতে পেরে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে পাঁচ গ্রামবাসী আহত হন। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করে গ্রামবাসী পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লৎফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ডাকাতদের ধরতে অভিযান চলছে। ঘটনাস্থল থেকে ডাকাতির কিছু মালামাল ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, নিহতের পরিচয় ও পালিয়ে যাওয়া ডাকাতদের আটক করতে আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চলছে।