সিলেটে পথে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: ভোগান্তির শিকার যাত্রীরা

সিলেটে পথে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: ভোগান্তির শিকার যাত্রীরা

রয়েল ভিউ ডেস্ক:

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সিলেট রেলওয়ে স্টেশনের কাছাকাছি এসে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। পরে অনেকে ফের চালুর অপেক্ষা করে পরে নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প যানবাহনে গন্তব্যে ফিরেছেন।

আজ শনিবার (৭ মে) সকাল ছয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন আজ সকাল ছয়টায় দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় পৌঁছার পর ইঞ্জিন বিকল হওয়ার পর আটকা পড়ে। এ অবস্থায় যাত্রীরা চরম দুর্ভোগের মাঝে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যে যাত্রা করেন। পরে সকাল সাতটার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে নেওয়া হয়। এ ঘটনায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস ভোরে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা এক ঘন্টা বিলম্বে ছাড়ে।

বিষয়টি সিলেট গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা হওয়ায় পরে আরেকটি ইঞ্জিন দিয়ে সেটিকে স্টেশনে নিয়ে আসা হয়।’  এ ঘটনার কারণে কালনী এক্সপ্রেস যথাসময়ে ঢাকায় যাত্রা করতে পারেনি বলে তিনি জানান।