সিলেটে রায়হান হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু

সিলেটে রায়হান হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু

রয়েল ভিউ ডেস্ক:
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

সোমবার (১৮ই এপ্রিল) আসামিদের উপস্থিতিতে সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিমের আদালতে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হল।

মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নওশাদ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ১০ই মে বাদীর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। এদিন মামলার বাদী তাহমিনা আক্তার তান্নির সাক্ষ্যগ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

অভিযোগ গঠনকালে মামলার প্রধান আসামি সিলেটের বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার অন্য আসামি সংবাদকর্মী নোমান পলাতক রয়েছেন।

এর আগে কয়েক দফা পিছিয়ে যায় অভিযোগ গঠনের তারিখ। সর্বশেষ গত ১২ই এপ্রিল আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন দাখিল ও তা শুনানি না হওয়ায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে যায়।

২০২০ সালের ১০ই অক্টোবর রাতে নগরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে ধরে নিয়ে আসে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন সকালে তিনি মারা যান।

পুলিশের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে রায়হানকে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে এই অভিযোগের সত্যতাও মেলে।

ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ই অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।