সিলেট লেখক পরিষদ'র সাহিত্য আসর  ‘বিপিনচন্দ্র পাল ভারত উপমহাদেশের এক আলোকিত ব্যক্তি ছিলেন’

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি, কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেছেন, বিপিনচন্দ্র পাল ভারত উপমহাদেশের এক আলোকিত ব্যক্তি ছিলেন। তিনি একাধারে সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক, মানবতাবাদী সমাজ সংস্কারক ছিলেন। 

তিনি গত বুধবার সন্ধায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট লেখক বিপিনচন্দ্র পাল কে নিবেদিত সংগঠনের ৭ম নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সংগঠনের মাসিক সাহিত্য আসর ও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউ এস বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, সিলেট বিভাগের সভাপতি, লোক গবেষক, কবি আবু সালেহ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, ডাক্তার ও লেখক মাসুদ সায়িদ। 

এছড়া বক্তব্য রাখেন, ঔপন্যাসিক সিরাজুল হক, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, কবি ইমামুল ইসলাম রানা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কবি ওবায়দুল হক মুন্সি, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল। 
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের নিয়মিত মাসিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল, সাংবাদিক আতিকুর রহমান রুয়েব, কবি আনিসুর রহমান সাগর, সামরান আহমদ প্রমুখ। 
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।-বিজ্ঞপ্তি