‘আল্লাহ ও রাসুল (সাঃ) এর পথ অনুসরণে  ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত’

‘আল্লাহ ও রাসুল (সাঃ) এর পথ অনুসরণে  ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত’

ডাক ডেস্ক : দক্ষিণ সুরমার সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ শামসুজ্জামান শমসের আলী (রহঃ), মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণ, ভূমিদাতা, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার মুরদেগানদের ইসালে সওয়াব উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে খতমে কোরআন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর সিনিয়র আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জফর উদ্দিন মোঃ আব্দুল মুনঈম মঞ্জলালী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য হাজী এম আহমদ আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ আব্দুল বারী।

বক্তব্য রাখেন মাদ্রাসার সহ সুপার মাওলানা হাবিবুর রহমান, সাবেক ব্যাংকার মোঃ ইসমাইল হোসেন অলি মিয়া, গাজির পাড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার  সহকারি শিক্ষক মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট মুরব্বি শাহ আব্দুল মান্নান, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, মোঃ ফজলু মিয়া, শিক্ষক রায়হান আহমদ, শিক্ষক কবির উদ্দিন, প্রাক্তন ছাত্র সুমন কবির, আবু তালেব মুর্শেদ। বক্তারা বলেন, আল্লাহ ও রাসুল (সাঃ) এর পথ অনুসরণে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হুসাইন আহমেদ। নাতে রাসুল পেশ করেন মোঃ রায়হান, রাফি আহমেদ। মিলাদ পরিচালনা করেন হাফিজ ইমদাদুর রহমান মুক্তা। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা জফর উদ্দিন মোঃ আব্দুল মুনঈম।