‘লুৎফর রহমান সরকুম আজীবন মানুষের   কল্যাণে নিজেকে উৎসর্গ করে গেছেন’

‘লুৎফর রহমান সরকুম আজীবন মানুষের   কল্যাণে নিজেকে উৎসর্গ করে গেছেন’

ডাক ডেস্ক : ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম লুৎফর রহমান সরকুম এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা গত বুধবার বিকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক, ছাতক পৌরসভার সাবেক প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক চান মিয়া চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শামসুজ্জামান রাজা, আব্দুস সামাদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ফারুক আহমদ সরকুম, পৌর আওয়ামীলীগের সদস্য শাব্বির আহমদ, গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, ছাতক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি আবু হানিফা সায়মন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা নিয়ামত আলী, আজিজুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ লুৎফর রহমান সরকুম ছিলেন একজন প্রকৃত মুজিব সৈনিক ও দেশপ্রেমিক মানবহিতৈষী। তিনি আজীবন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে গেছেন। কোন লোভ লালসা অহমিকা ছিল না তাঁর। সাদামনের একজন মানুষ হিসাবে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন তিনি।
সভাপতির বক্তব্যে সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু বলেন, জননেতা লুৎফর রহমান সরকুম ছিলেন একজন মুজিব আদর্শের লড়াকু সৈনিক। নীতি আদর্শের প্রতি অবিচল থেকে আওয়ামীলীগের দুঃসময়ে দলের হাল ধরে দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বলেন, মরহুম লুৎফর রহমানের আদর্শকে লালন করে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
সভায় বক্তারা মরহম লুৎফুর রহমান সরকুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে ছাতক দোয়ারা বাজারের উন্নয়নের রূপকার মুহিবুর রহমান মানিক এমপিকে নির্বাচিত করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করার আহবান জানান।