সিলেটকে নান্দনিক নগরীতে পরিণত করবো  --- নজরুল ইসলাম বাবুল   

ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, সিলেটে একটু বৃষ্টি হলেই বাসাবাড়ি ডুবে যায়। আমি নিজে ভুক্তভোগী। নগরীর ড্রেনেজ ব্যবস্থার কোনো ঠিক নেই। নগরবাসী কি পেলো গত ১০ বছরে। বন্দরবাজার টু আম্বরখানা পর্যন্ত ডিভাইডার দিয়েই কি নান্দনিক সিলেট নগরী হয়ে গেলো। পাড়া-মহল্লায় গিয়ে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা। মানুষ কতটা দুর্ভোগ পোহাচ্ছে। এখন প্রয়োজন সিলেট নগরীকে মাস্টারপ্ল্যানের আওতায় নিয়ে আসা। আপনারা আমাকে সুযোগ দিন। ইনশাআল্লাহ, এই সিলেটকে সত্যিকারের নান্দনিক নগরীতে পরিণত করব।
গত শুক্রবার রাত ১০টায় নগরীর লালদিঘীরপার নতুন মার্কেটে ১৪ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত লাঙ্গল মার্কার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ নম্বর ওয়ার্ড জাপার আহবায়ক আবুল কালাম তাপাদারের সভাপতিত্বে ও মহানগর জাপার যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বারাকাতের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী চেয়ারম্যান, মহানগর জাপার সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, মামুনুর রশীদ প্রমুখ।