সিলেটসহ পাঁচ সিটি এলাকায় উন্নয়ন প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় না করতে  মন্ত্রণালয়ের পরিপত্র 

সিলেটসহ পাঁচ সিটি এলাকায় উন্নয়ন প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় না করতে  মন্ত্রণালয়ের পরিপত্র 


রয়লে ভউি ডস্কে: সিলেট সিটি কর্পোরেশনসহ নির্বাচন ঘোষিত পাঁচ সিটি এলাকায় উন্নয়ন প্রকল্প অনুমোদন ও প্রকল্পের অর্থ ছাড় না করা এবং নির্বাচন আচরণবিধি পরিপন্থী কার্যক্রম গ্রহণ না করতে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে  নি¤েœাক্ত ৯টি নির্দেশনা প্রদান করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৮ মে ২০২৩ তারিখের ২৭৫ নম্বর স্মারকমূলে জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পরিপত্র জারি করা  হয়েছে।
পরিপত্রে উল্লেখিত নির্দেশনার মধ্যে রয়েছে, ১. নির্বাচনী তফসিল ঘোষণা থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ পর্যন্ত কোন প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কোন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে বা অঙ্গীকার করতে পারবেন না।
২. সিটি কর্পোরেশন নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন প্রার্থী, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কোন সম্পত্তি তথা অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোন সুযোগ সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবে না। এমনকি মাশুল প্রদান করেও এগুলো ব্যবহার করা যাবে না।
৩. সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা-কর্মচারীকে কোন অবস্থাতেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না।
৪. কোন প্রার্থী সিটি কর্পোরেশনের দরপত্র আহবান, গ্রহণ কিংবা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না।
৫. রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোন প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না।
৬. কোন ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে কোন প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান বা অর্থ অবমুক্ত করা যাবে না।
৭. সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর বা অন্য কোন পদাধিকারী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নমূলক কোন প্রকল্প অনুমোদন বা ইতিপূর্বে অনুমোদিত কোন প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করতে পারবেন না।
৮. নির্বাচনের কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় (সিটি কর্পোরেশনভুক্ত এলাকায়) অনুদান, ভিজিডি, কাবিখা, ত্রাণ বিতরণ সংক্রান্ত কার্যক্রম বা উন্নয়নমূলক কোন প্রকল্প অনুমোদন করা যাবে না।
৯. ইতিপূর্বে অনুমোদিত কোন প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করা একান্ত আবশ্যক হলে জরুরিভিত্তিতে এ বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনের সম্মতি গ্রহণ করতে হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লিখিত সিটি কর্পোরেশনসমূহের নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ প্রতিপালনসহ উপরোক্ত ৯ নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।