সিলেটে প্রস্তুত প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ

সিলেটে প্রস্তুত প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ

কাউসার চৌধুরী : নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সিলেটে নির্মাণ করা হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মঞ্চ। নেই বিলবোর্ড, ফেস্টুন। এমনকি দলীয় প্রধানের সিলেট সফর উপলক্ষে রঙিন পোস্টারও ছাপানো হয়নি। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে আগামীকাল বুধবার শেখ হাসিনা সিলেটে আসছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

নির্বাচনী বিধি মেনেই মঞ্চ নির্মাণ

দলীয় নেতা-কর্মীদের সাথে আলাপ করে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সাধারণত সিলেটজুড়ে সাজ সাজ রব পড়ে যেতো। পূণ্যভূমি সিলেট পরিণত হতো উৎসবের নগরে। চারদিকে বিলবোর্ড, ফেস্টুন, পোস্টারে সয়লাব হয়ে যেতো। নির্মাণ করা হতো সুবিশাল মঞ্চ। কিন্তু নির্বাচন উপলক্ষে এবারের সিলেট সফরে চিরচেনা সেই দৃশ্যপট পাল্টে গেছে। জনসভাকে সামনে রেখে নির্বাচনী বিধি অনুযায়ী এক রঙের সাদাকালো পোস্টার ছাপিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। নির্বাচনী আচরণ বিধি মেনে মাঠের পূর্ব দিকে নির্মিত মঞ্চে সর্বসাকুল্যে ৩০০ থেকে সাড়ে ৩০০টি চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। জনসভাস্থল ও এর আশপাশ এলাকা, রিকাবীবাজার সড়ক, কোর্ট পয়েন্ট, দরগা গেইট এলাকা পর্যন্ত সাটানো হয়েছে শব্দ যন্ত্র বা মাইকের চোঙ। সিলেটের এই জনসভায় শব্দযন্ত্র সার্ভিস দিচ্ছে ঐতিহাসিক কলরেডী। জনসভা আয়োজনে নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করা হচ্ছে। দলীয় প্রধান শেখ হাসিনা আচরণ বিধি মেনে জনসভা আয়োজনের নির্দেশ দেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

থাকছে কড়া নজরদারি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নগরজুড়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নগরীতে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম সিলেটের ডাককে বলেন, আমাদের কড়া নজরদারি থাকবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা আগামীকাল বুধবার বেলা ২ টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। নির্বাচনের মুহূর্তে এটি সিলেট বিভাগের একমাত্র জনসভা, যেখানে দলের প্রধান শেখ হাসিনা সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। নেতাকর্মীদের দেবেন নানা নির্দেশনা, ভোট চাইবেন সিলেটবাসীর কাছে। এজন্যে এই জনসভায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেট নগরীর ওয়ার্ড সমূহ ছাড়াও সিলেট জেলার সকল উপজেলা, এমনকি পার্শ্ববর্তী সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকেও নেতাকর্মীরা মিছিল-শোডাউন করে জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন দলের নেতারা।

থাকবেন নৌকার মাঝিরা

জনসভা মঞ্চে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের দলীয় প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মৌলভীবাজার-২ আসনের প্রার্থী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ সিলেট বিভাগের ১৮ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থীরা উপস্থিত থাকবেন। এছাড়াও দলীয় প্রধানের সফরসঙ্গী জাতীয় নেতৃবৃন্দসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও মঞ্চে থাকবেন। আর জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হবিগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী জনসভা মঞ্চে থাকতে পারেন বলে দলের এক নেতা জানিয়েছেন।

প্রচারণায় নতুন মাত্রা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলের নেতৃবৃন্দ। দলের প্রার্থীর বিজয়ের লক্ষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট-১ সহ বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণায় ছুটছেন। অন্য নেতৃবৃন্দও প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জনসভা সফলে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। দলীয় প্রধানের জনসভাকে ঘিরে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে।

প্রটোকল ছাড়াই আসছেন প্রধানমন্ত্রী

আগামীকাল বুধবার সকালের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সিলেটে পৌঁছেই তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও হযরত গাজী বুরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের পর মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। জনসভা শেষে তিনি ঢাকায় ফিরে যাবেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে নয় জাতির পিতার পরিবারের সদস্য হিসেবে প্রাপ্য নিরাপত্তা পাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলের নেতারা যা বলেন

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানান, নির্বাচনের এই সময়ে সিলেটের জনসভার ফলে দলের নেতাকর্মীসহ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বাড়বে। জনগণ আবারও আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, এই জনসভা সিলেট অঞ্চলের ভোটের মাঠে বিপুল প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভার মধ্য দিয়ে দলের নেতাকর্মীসহ ভোটারদের মাঝে ব্যাপকভাবে উৎসাহ বাড়বে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও নৌকাকে বিজয়ী করবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নামেন আনুষ্ঠানিক প্রচারণায়।