হবিগঞ্জে চিত্রকর্মে  নদী দখল ও দূষণের  প্রতিবাদ

হবিগঞ্জে চিত্রকর্মে  নদী দখল ও দূষণের  প্রতিবাদ

হবিগঞ্জ প্রতিনিধি : আজ মঙ্গলবার বিশ্ব নদীকৃত্য দিবস পালন উপলক্ষে হবিগঞ্জে খোয়াই, সুতাং সহ সকল নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে ছবি এঁকে প্রতিবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে ‘নদীর অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, খোয়াই রিভার ওয়াটারকিপার ও আর্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে স্থানীয় টাউন হল প্রাঙ্গণের দেয়ালে ছবি এঁকে প্রতিবাদ জানান চিত্রশিল্পীরা। চিত্রকর্মে নদী দখল ও দূষণের চিত্র পরিলক্ষিত হয়।

বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, চিত্রশিল্পী আশিস আচার্য প্রমুখ। 
এ সময় বক্তারা বলেন, দখল-দূষণসহ নানাবিধ কারণে হবিগঞ্জের নদীগুলো বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে। হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীর চিত্র তুলে ধরে বক্তারা উল্লেখ করেন, বিশেষ করে পুরাতন খোয়াই নদীর অধিকাংশ দখল ও দূষণের শিকার হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যে সূতাং নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। কিন্তু দূষণ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। দিনের-পর-দিন দূষণের মাত্রা বেড়েই চলেছে। নদী ও হাওরে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। অনিয়ন্ত্রিত শিল্পবর্জ্য দূষণ রোধে দায়িত্বশীলরা যথাযথ ভূমিকা নিচ্ছেন না। ছবি এঁকে প্রতিবাদ কর্মসূচি চলাকলে, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।