১৫ দিনের মাথায় সিলেটে ফের  মৃদু ভূমিকম্প অনুভূত

রয়েল ভিউ ডেস্ক : সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। মাত্র ১৫ দিনের ব্যবধানে সিলেটে দ্বিতীয় দফা ভূমিকম্পে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে।  
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ফাহিম হোসেন জানান, বেলা ১টা ১৩ মিনিট ৩৮ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। আগারগাঁও আবহাওয়া অফিস থেকে এর দূরত্ব ছিল ১৯৫ কিলোমিটার উত্তরপূর্বে।  
এর আগে গত ১৪ আগস্ট সিলেটে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। 
ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ফলে কম্পন বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় ও শিলংয়ের কিছু এলাকাতে, ভুটান এবং মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়। 
সিলেট নগরীর বাসিন্দারা বলছেন, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।