১৯০ বছর বয়সী কচ্ছপ!

১৯০ বছর বয়সী কচ্ছপ!

রয়েল ভিউ ডেস্ক : আর দশটা কচ্ছপের মতো নয়। ১৯০ বছর বয়সী, তাকে বলা হয় জোনাথন দ্য জায়ান্ট টরটয়েজ।
জোনাথন যখন জন্মালো রানী ভিক্টোরিয়া তখন একজন কিশোরী। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর ১২০ বছর কেটে গেলেও আজও বেঁচে আছে জোনাথন। বিশ্বের সবচেয়ে দুর্গম দ্বীপ সেইন্ট হেলেনায় বসবাস জোনাথনের।
সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ হলো জোনাথন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে জোনাথ সর্বকালের সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, জোনাথনের শ্রবণশক্তি চমৎকার। অনুমান করা হয় জোনাথনের জন্ম হয় ১৮৩২ সালে। ১৮৮২ সালে সেইন্ট হেলেনায় উইলিয়াম গ্রে-উইলসনকে উপহার দেওয়া হয়েছিল এই কচ্ছপটি।
আবার অনেকেরেই ধারণা জোনাথনের বয়স হয়তো ১৯০ এরও বেশি। সেইন্ট হেলেনার ট্যুরিজম হেড ম্যাট জশুয়ার মতে, জোনাথনের বয়স হতে পারে ২০০ বছরের মতো।
জোনাথনের আগে সবচেয়ে বেশি বয়স্ক কেলোনিয়ান ছিল ‘তুই মালিলা’নামের একটি রেডিয়েটেড কচ্ছপ। বেঁচে ছিল অন্তত ১৮৮ বছর। জোনাথনের জন্মের পর থেকে অন্তত ১৯০ বছরে পৃথিবী অনেকটাই বদলে গেছে।
এতোটা সময় পরও জোনাথন আছে ঠিক আগের মতোই। তবে, বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক প্রতিবন্ধকতারও শিকার হয়েছে কচ্ছপটি। বাম চোখ অন্ধ। নাক দিয়ে কিছুর ঘ্রাণ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে জোনাথন।
সামনে খাবার রাখা হলেও বুঝে উঠতে পারে না জোনাথন। হাত দিয়ে খাবার খাইয়ে দিতে হয় তাকে।
চিকিৎসক জো হলিনসের মতে, জোনাথনের কয়েকটি ইন্দ্রিয় নিঃশেষের পথে হলেও তার শরীর এখনোও প্রাণশক্তিতে ভরপুর। তার খাবারের তালিকায় আছে বাঁধাকপি,শসা,গাজর,আপেলসহ অন্যান্য মৌসুমী ফল।
বর্তমানে সেইন্ট হেলেনা দ্বীপের কর্মকর্তারা জোনাথনের ১৯০তম জন্মদিন পালনের পরিকল্পনা করছেন। জন্মদিন উপলক্ষে জোনাথনের নাম ও ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করা হবে। দ্বীপের পর্যটকদের দেওয়া হবে জোনাথনের পায়ের ছাপের প্রথম ছবি।