২০৩০ সালে দেশের ৩০ শতাংশ গাড়ি  হবে বিদ্যুৎচালিত

রয়েল ভিউ ডেস্ক: কার্বন নিঃসরণ কমাতে বিদ্যুৎচালিত গাড়িতে (ইভি) জোর দিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে যানবাহনের ৩০ শতাংশ বিদ্যুৎচালিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আগামী ৭ বছরে পরিবহন খাতে ৩৪ লাখ টন কার্বন নিঃসরণ শর্তহীনভাবে হ্রাসের অঙ্গীকার রয়েছে সরকারের। 
বুধবার রাজধানীর একটি হোটেলে ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বৈদ্যুতিক গতিশীলতায় রূপান্তর ত্বরান্বিতকরণ সংক্রান্ত উপ-আঞ্চলিক সভা এবং সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।

জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসক্যাপ) এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালা আজ বৃহস্পতিবার শেষ হবে।
কর্মশালায় বলা হয়, ২৫ শতাংশ কার্বনডাই-অক্সাইড নিঃসরণের জন্য পরিবহন খাত দায়ী। নিঃসরণ কমাতে বিদ্যুৎচালিত গাড়িতে জোর দেওয়া হলেও ২০৩০ সালেও সারাবিশ্বে ৭৫ শতাংশ যানবাহন হবে জ্বালানি তেল বা গ্যাসচালিত। তাই বৈশ্বিক উষ্ণায়ন রোধে বিদ্যুৎচালিত গাড়িতে (ইভি) জোর দেওয়ার এখনই সময়। ইভি তেলচালিত গাড়ির চেয়ে আড়াই গুণ সাশ্রয়ী। বিদ্যুৎচালিত গাড়ি যত বাড়বে পরিবহন খাতে খরচও তত কমবে।