৭ দফা দাবিতে মহানগর হিন্দু  বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা

৭ দফা দাবিতে মহানগর হিন্দু  বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত জাতিগত সংখ্যালগুদের ৭দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে এই সভার আয়োজন করা হয়।  

সভায় নেতৃবৃন্দ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের মধ্যে ঘোষিত জাতিগত সংখ্যালগুদের ৭দফা আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে  বাস্তবায়ন করার দাবি জানান। ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি ডিকন নিঝুম সাংমা, কোতোয়ালী থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমান চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুমু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ কুমার পাল রাজু, সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যাংকার বিশ্বজিৎ গুণ, সিনিয়র সদস্য এডভোকেট সুজিত বৈদ্য প্রমুখ। সভায় আগামী ১৪ আগষ্ট সন্ধ্যা ৬টায় বন্দরবাজার ব্রহ্ম মন্দির থেকে মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রদীপ প্রঞ্জলন, ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা হইতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন ও গণসমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।-বিজ্ঞপ্তি