‘বাংলাদেশ এখন বাইরেও যেকোনো দলকে হারানোর আত্মবিশ্বাস রাখে’

‘বাংলাদেশ এখন বাইরেও যেকোনো দলকে হারানোর আত্মবিশ্বাস রাখে’

রয়েল ভিউ ডেস্ক:
দুই মাসের ব্যবধান, বড় দুটি সাফল্য জমা হয়েছে বাংলাদেশের ঝুলিতে। গত জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারায় বাংলাদেশ। তাদের মাটিতে জয় পাওয়ায় ভালো লাগার শিষ ছিল না বাংলাদেশের। তখনই বিশ্বাস জন্মে যায় যে, বাইরের দেশেও যেকোনো দলকে হারাতে পারে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিককে হারানোর পর এমনই জানান ইয়াসির আলী রাব্বি। 

এই সফরের আগে দক্ষিণ আফ্রিকায় খেলা ১৯ (তিন ফরম্যাট মিলিয়ে) ম্যাচের সবগুলোতেই হেরেছিল বাংলাদেশ। এমন রেকর্ড থাকার পরও এবার জয়ের উদ্দেশ্য নিয়ে সফরে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডে পাওয়া ওই জয়ই সবখানে জেতার মানসিকতা তৈরি করেছে বলে মনে করেন রাব্বি। 

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল আগে যা করেনি, এবার তা করতে চান। এ কারণেই প্রশ্ন করা হয়, জয়টা কি প্রত্যাশিত ছিল? রাব্বি বলেন, 'হ্যাঁ, নিউজিল‍্যান্ডকে মাউন্ট মঙ্গানুই টেস্টে যখন হারাই, এরপর থেকে বাংলাদেশ দলের মধ‍্যে একটা বিশ্বাস কাজ করা শুরু করে, আমরা যে কোনো দেশকে বাইরের দেশেও হারাতে পারব। এটাও ভিন্ন কিছু ছিল না। নিউজিল‍্যান্ডে থাকতেও আমরা বলছিলাম, আমার যখন দক্ষিণ আফ্রিকায় যাব, তখন ওদেরও হারাতে পারব। এই বিশ্বাস অবশ‍্যই ছিল।'

ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নেমে বিরুদ্ধ কন্ডিশনে ৫০ রানের দারুণ ইনিংস খেলেছেন রাব্বি। জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত ডানহাতি এই ব্যাটসম্যান, 'দক্ষিণ আফ্রিকায় প্রথম ম‍্যাচ জিতেছি, আমার খুব ভালো লাগছে। দল জেতার পেছনে আমারও একটা অবদান ছিল। অনেক দিন ধরেই (জাতীয় দলের সঙ্গে) ছিলাম। এটা আমার জন‍্য একটা শিক্ষা ছিল। অনেক কিছু শিখতে পেরেছি, জাতীয় দলের আবহ কেমন থাকে, কীভাবে মাঠে খেলতে হয়।'

উইকেটে গিয়ে সাকিবের কাছ থেকে নির্দেশনা পান রাব্বি, সেই মোতাবেকই খেলতে শুরু করেন তিনি, 'যখন উইকেটে গেলাম, সাকিব ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কী অবস্থা উইকেটের। সাকিব ভাই বললেন, "খুব ভালো উইকেট। ৫-৬টা বল দেখো, যদি ৫-১০টা বল খেলতে পারো, তুমি নিজেই বুঝে যাবে কতো ভালো উইকেট। এরপর তুমি নিজেই মারতে পারবে।" 

পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন অ্যালবি মরকেল। তার সঙ্গে কাজ করা নিয়ে রাব্বি বলেন, 'মরকেলের সঙ্গে আমি দুই দিন পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি। ও শুধু একটা কথাই বলতো, "যতটুকু সম্ভব সোজা মারার চেষ্টা করো। কারণ, এটাই সেরা অপশন।" এ ছাড়া তিন দিনে এতো কিছু শেখা সম্ভব না। মূল ব‍্যাপার যেটা ছিল, "যতোটা পার সোজা মারার চেষ্টা করো।"