মাকে হত্যার ঘটনায় দুই ভাইয়ের ফাঁসি কার্যকর

মাকে হত্যার ঘটনায় দুই ভাইয়ের ফাঁসি কার্যকর

রয়েল ভিউ ডেস্ক:
সৌদি আরবে মাকে হত্যার ঘটনায় দুই ভাইয়ের ফাঁসি কার্যকর করা হয়েছে। গালফ নিউজ জানায়, চলতি সপ্তাহের শনিবার দেশটিতে রেকর্ড ৮১ জনের ফাঁসি কার্যকর করা হয়। অধিকাংশের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগ রয়েছে। তাদের সঙ্গেই দুই ভাইয়ের ফাঁসি কার্যকর করা হয়।

জানা যায়, দুই ভাই উগ্র তাকফিরি মতবাদে বিশ্বাসী ছিল। এ মতবাদে বিশ্বাসীরা অন্যান্য মতবাদ ও মাজহাবে বিশ্বাসীদের ‘কাফের’ বলে আখ্যায়িত করে। সৌদি আরবে প্রচলিত ওহাবি মতবাদ থেকে এই তাকফিরি মতবাদের সূত্রপাত হয়েছে।

অভিযোগ রয়েছে, ইরাক, সিরিয়া এবং বিশ্বের অন্যান্য দেশে সহিংসতা চালিয়ে আসা সিরিয়ার দায়েশ সন্ত্রাসীরা তাকফিরি ওয়াহাব মতাদর্শ চর্চা করে আসছে।

২০১৬ সালের ২৪ জুন নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। দুই ভাই দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিতে চাইলে বাধা দেওয়ার চেষ্টা করেন ৬৭ বছর বয়স্ক মা। পরে ক্ষিপ্ত হয়ে খালেদ ও সালেহ নামে দুই ভাই মিলে মাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় তাদের বাবা ও ২২ বছরের ছোট ভাইকেও ছুরিকাঘাত করে। তবে তারা প্রাণে বেঁচে যায়।

ঘটনার পর দুই ভাই সীমান্ত দিয়ে ইয়েমেনে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করে সৌদি বাহিনী।