অধ্যাপক ডা. স্বপ্নীলের ‘লিভারের নানা রোগ’ বইয়ের মোড়ক উন্মোচন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মুজিবুল হক বলেছেন, আমাদের দেশে সাধারণ মানুষের সচেতনতার লক্ষ্যে বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের তেমন বইপত্র দেখা যায় না। অথচ সাধারণ মানুষের স্বাস্থসচেতনতা সৃষ্টিতে এমন বই খুবই জরুরি। চিকিৎসাবিজ্ঞানের সিংহভাগ বই ইংরেজিতে রচিত। যা সাধারণ মানুষ পড়তে পারে না। তাদের জন্য দরকার এমন বাংলা বই, যা থেকে তারা সহজেই উপকৃত হতে পারে। ডা. স্বপ্নীল সাধারণ মানুষের প্রয়োজনে এমন একটা চমৎকার কাজ করেছেন ‘লিভারের নানা রোগ’ বই লিখে। এ বই থেকে আমরা সবাই উপকৃত হতে পারবো।
শুক্রবার (১৫ ডিসেম্বর) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের ‘লিভারের নানা রোগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, লিভারের রোগব্যাধি নিয়ে অনেক ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। এ কারণে অনেক রোগী কুসংস্কারজনিত ভুল সিদ্ধান্ত নিয়ে অপচিকিৎসার শিকার হন। লিভারকে ভালো রাখার উপায়গুলো জানা থাকলে সহজেই রোগ প্রতিরোধ সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কেমুসাসের সহসভাপতি আফতাব চৌধুরী, বানিয়াচং ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কেমুসাস বইমেলা উপকমিটির আহবায়ক অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত ও আমেরিকা প্রবাসী লেখক খয়ের আহমদ। কেমুসাসের জীবন সদস্য আবদুল কাদির জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামিআ সিদ্দিকিয়ার শিক্ষক জাফর ইকবাল।
অনুষ্ঠানে গ্রন্থটির লেখক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, লিভারের নানা রোগব্যাধি থাকলেও সেটা প্রতিরোধযোগ্য। সচেতনতার মাধ্যমে আমরা নিজেদের রোগমুক্ত রাখতে পারি। একজন চিকিৎসক হিসেবে মানুষকে লিভার রোগ সম্বন্ধে সচেতন করার উদ্দেশ্যেই বইটি রচনা করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু বলেন, বাংলাদেশের শতকরা ৬০ শতাংশ মানুষ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়। আমরা যে খাদ্য গ্রহণ করি, তার অপ্রয়োজনীয় অংশ লিভারের মাধ্যমে বর্জ্য হয়ে মলের সাথে বেরিয়ে আসে। লিভার যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে ওই অপ্রয়োজনীয় অংশ শরীরের ক্ষতির কারণ হয়ে যায়। বেশির ভাগ মানুষই জানেনা লিভারকে বাংলা ভাষায় কলিজা বলা হয়।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল অসামান্য কাজ করেছেন। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই।