ওসমানী বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণবারসহ দুবাই প্রবাসী আটক

ওসমানী বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণবারসহ দুবাই প্রবাসী আটক

ডেস্ক রিপোর্ট:
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণবারসহ পরেন্দ দাস (৩৬) নামে এক দুবাই প্রবাসীকে আটক করেছে এসএমপির বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টায় দুবাই থেকে সিলেটে অবতরণ করেন তিনি।

তার দেহ এবং ব্যাগেজ তল্লাশি করে ব্যাগেজ কার্টনে এই স্বর্ণালঙ্কারগুলো পাওয়া যায়। পরে আটক করা হয় পরেন্দ দাসকে। আটক পরেন্দ্র দাসের গ্রামের বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার আটঘরে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী তিনি।

বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস মো. আল আমিন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং- বিজি ২৪৮ ফ্লাইট যোগে আজ সকাল ৮টায় সিলেট বিমানবন্দরে নামেন পরেন্দ্র। গ্রীন চ্যানেল অতিক্রমকালে তাঁর কাছে কোন স্বর্ণ আছে কিনা- জিজ্ঞেস করা হলে প্রথমে অস্বীকার করেন তিনি। পরবর্তীতে তাঁর দেহ এবং ব্যাগেজ তল্লাশি করে ব্যাগেজ কার্টনে ২টি জুসার মেশিনে লুকানো অবস্থায় ৩৮ পিস স্বর্ণের বার এবং ১ পিস স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়।

আটক স্বর্ণের মোট পরিমান ৬.১৪৮ কেজি। এর বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। আটক পরেন্দ্রর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরেন্দ্র দাস জানিয়েছেন, গত ১২ বছরে মাত্র দুই বার তিনি দেশে এসেছেন। এবার তাকে অন্য একজন দুটি জুসার মেশিন দেশে নিয়ে আসার জন্য দিয়েছেন। পরেন্দ্রর বক্তব্যের সত্যতা যাছাই ও কে বা কারা তাকে এই স্বর্ণ দিয়েছে এ বিষয়েও তদন্ত করা হবে। পরেন্দ্র দাসের বিরুদ্ধে কাস্টম আইনে বিভাগীয় মামলা করা হবে জানান আল আমিন।