ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণসহ চার দুবাই যাত্রী আটক

ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণসহ চার দুবাই যাত্রী আটক

স্টাফ রিপোর্টার : দুবাই থেকে আসা ফ্লাইটে ফের বড় ধরনের স্বর্ণের চালান ধরা পড়ল সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ১১ কেজি ২২০ গ্রাম। মূল্য প্রায় ৭ কোটি টাকা। অভিনব পন্থায় স্বর্ণ গলিয়ে ব্লেন্ডার এবং আয়রনের মেশিনের ভেতরে করে নিয়ে আসা হচ্ছিল। 
গতকাল সোমবার প্রেস ব্রিফিং করে  সিলেট কাস্টম অ্যান্ড ভ্যাট এক্সাইজের উপ-কমিশনার আল আমিন মাহমুদ আশরাফ এ তথ্য জানান। এ ঘটনায় ৪ জনকে  গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে- হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থ গ্রামের মকবুল আলী, কেউরিয়া হাওরের বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার সুলতান মাহমুদ।
ব্রিফিংয়ে ওই কাস্টমস কর্মকর্তা জানান,  সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে চার যাত্রী সিলেট আসেন। তবে, আগে থেকেই কাস্টমস কর্মকর্তাদের কাছে খবর ছিল, ওই উড়োজাহাজের যাত্রীদের কেউ স্বর্ণের বড় একটি চোরাচালান নিয়ে এসেছেন। যাত্রীরা গ্রিণ চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিবিধি নজরে রাখেন কর্মকর্তারা। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এসময় একটি  ব্লেন্ডার ও আয়রনের মেশিনের ভেতর গলিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর দাম প্রায় সাত কোটি টাকা।
কাস্টমস কর্মকর্তা আল আমিন জানান, কাটার মেশিন দিয়ে আয়রন ও ব্লেন্ডার কেটে স্বর্ণগুলো বের করা হয়। স্বর্ণ গলিয়ে মেশিনের ভেতরে এমনভাবে রাখা ছিল যে, স্বাভাবিকভাবে দেখলে মনেই হবে না এতে স্বর্ণ আছে। তাদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কাস্টমসসহ একাধিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মূলত মধ্যপ্রাচ্যের দেশ দুবাই থেকে স্বর্ণ চোরাচালান হচ্ছে বেশী। গত কয়েক বছরে ওসমানী বিমানবন্দর দিয়ে আটক স্বর্ণের চালান পর্যালোচনায় এমন তথ্য বেরিয়ে এসেছে। 
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৭ বছরে আড়াই মণ(১০০ কেজি) স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫৬ কোটি টাকা। এছাড়া, সোমবারের চালান মিলিয়ে ওসমানীতে উদ্ধার স্বর্ণের পরিমাণ দাঁড়ালো ১১১ কেজি।