চাকুরি জাতীয়করণের দাবিতে  মৌলভীবাজারে মানববন্ধন

চাকুরি জাতীয়করণের দাবিতে  মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের এক দফা দাবি আদায় ও শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলার আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনের মৌলভীবাজার জেলার সভাপতি সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম শিপন ও কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লক্ষ্মীকান্ত দেব এর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ খান, দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় ভূষণ দেব, শিক্ষক মো. শিহাবুর রহমান, আব্দুল মতিন, শিবু রঞ্জন পাল প্রমুখ।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সিনিয়র শিক্ষকরা বক্তব্য রাখেন।