চিনির দাম বাড়িয়ে ১২০ টাকা করার প্রস্তাব, বাজারে ১৪০

চিনির দাম বাড়িয়ে ১২০ টাকা করার প্রস্তাব, বাজারে ১৪০


রয়েল ভিউ ডেস্ক: ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী বাজারে খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধির ফলে আমদানি ব্যয় বাড়ার কারণ দেখিয়ে এই প্রস্তাব করা হয়েছে। যদিও বর্তমানে বাজারে খোলা চিনির দাম উঠেছে ১৪০ টাকায়।

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন বাণিজ্য সচিব (সিনিয়র সচিব) তপন কান্তি ঘোষ।

বাণিজ্য সচিব জানান, গত কয়েকদিন আগে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে দাম সমন্বয় করার অনুরোধ জানালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়। পরে ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।