জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ   ও হাসপাতালে বিশ্ব এ্যানেস্থেসিয়া ডে পালিত

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ   ও হাসপাতালে বিশ্ব এ্যানেস্থেসিয়া ডে পালিত

রয়েল ভিউ ডেস্ক : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭৭ তম বিশ্ব এ্যানেস্থেসিয়া ডে পালন করা হয়েছে। এ্যানেস্থেসিয়া ডে'র এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘এ্যানেস্থেসিয়া এবং ক্যান্সার কেয়ার’। এ উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের এ্যানেস্থেসিয়া এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সমূহের মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা।

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএ-সিসিপিপি সিলেট শাখার প্রেসিডেন্ট ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সব্যসাচী রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেস্থেসিয়া এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ মেডিসিন কেয়ার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।  

আলোচনা সভায় বক্তারা এ্যানেস্থেসিয়ার নিরাপদ ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমানে এ্যানেস্থেসিয়া শুধুমাত্র সার্জিক্যাল অপারেশনে সীমাবদ্ধ নয়। এ্যানেস্থেসিয়া বিশেষভাবে বর্তমানে ক্যানসার রোগীদের ব্যথামুক্ত চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্যান্সারের অপরিহার্য্য চিকিৎসা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। কেমোথেরাপি এবং রেডিওথেরাপির কারণে রোগীর শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, যা রোগীর জন্য অনেক কষ্টদায়ক। এ্যানেস্থেসিয়ার উত্তরোত্তর উন্নতির কারণে এবং ওহঃবৎাবহঃরড়হধষ চধরহ গবফরপরহব এর অভাবনীয় সাফল্যের কারণে ক্যানসার পরবর্তী, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি হতে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া এবং মৃত্যু হার অনেকটাই কমে এসেছে। বর্তমান সময়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশে চিকিৎসাক্ষেত্রে এক উজ্জ্বল নাম। সিলেট তথা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম এক বৃহৎ আইসিইউ (২৫ বেডের) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে। যেখানে অত্যন্ত সুলভ এবং সাশ্রয়ী মূল্যে সর্ব সাধারণকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মাধ্যমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের স্বাস্থ্য সেবাখাতে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে বক্তারা উল্লেখ করেন।