দুপুরের মধ্যে শেষ করতে হবে পহেলা বৈশাখের সব কার্যক্রম

দুপুরের মধ্যে শেষ করতে হবে পহেলা বৈশাখের সব কার্যক্রম

রয়েল ভিউ ডেস্ক :
পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার রমজানের মধ্যে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে। তাই কোন ধরনের খাবার দোকান খোলা থাকবে না। রমজান চলমান থাকায় এবার ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর ১টার পর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে রমনার বটমূলে ও আশে পাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।
 
প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে বলেও জানান শফিকুল ইসলাম।

প্রতিটি প্রবেশদ্বারে তল্লাশি ক‍রা হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে বলেও জানান তিনি।