ঘরবাড়ি বিলীন হওয়ার আশংকা

নবীগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

নবীগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

নবীগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পাহাড়পুর এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রশাসনের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস করা হলেও আবার চলছে বালু উত্তোলনের হিড়িক। একদল প্রভাবশালী চক্র বালু উত্তোলন অব্যাহত রাখছে। হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন থেকে উল্লেখিত স্থানে কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী বাড়ি- ঘর ও লোকজন হুমকির মুখে রয়েছেন। যে কোন সময় বাড়ি ঘরও স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
গত শনিবার ইউনিয়নের পাহাড়পুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেন।
পরদিন থেকে আবারও আগের নিয়মে বালু উত্তোলন করে আসছে। এলাকাবাসী জানান, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে অনেক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এটা বন্ধ হওয়া দরকার।
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোন ছাড় দেয়া হবে না।