নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. সফর আলী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সৈয়দ খালেদুর রহমান খালেদ, শেখ ছাদিকুর রহমান শিশু, এমদাদুল হক চৌধুরী, আক্তার মিয়া ছুবা, নির্মলেন্দু দাশ রানা, শাহ রিয়াজ নাদির সুমন, রংগ লাল দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন, কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. আজিজুল হক, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, ওসি (অপারেশন) আব্দুল কায়ুম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার সোনাইমান প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন শ্রেনী ও পেশার ৫০ জন প্রতিনিধি অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান ও পবিত্র গীতাপাঠ করেন শুকেশ চক্রবর্তী।