রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির

রয়েল ভিউ ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে হামলায় রুশ বাহিনী নিষিদ্ধ গুচ্ছবোমা ব্যবহার করেছে। এতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বলেছে, খারকিভ ও এর আশপাশের এলাকায় রুশ বাহিনী একের পর এক নির্বিচার বোমা হামলা করেছে। এতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যা যুদ্ধাপরাধের শামিল।

প্রতিবেদনে বলা হচ্ছে, গুচ্ছবোমার সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিত রকেট ও কামানের গোলা দিয়ে হামলা করেছে রুশ বাহিনী। সব ক্ষেত্রেই যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে সংস্থাটি বলছে, জনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় এ ধরনের ভুল বিস্ফোরক অস্ত্রের ক্রমাগত ব্যবহার বেসামরিক মানুষের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবেও বিবেচনা করা যেতে পারে। কেননা, বেসামরিক মানুষ হতাহত হচ্ছে জেনেও রুশ বাহিনী বারবার এমন হামলা করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, খারকিভে রুশ বাহিনীর বারবার ৯ এ ২১০ ও ৯ এন ২৩৫ গুচ্ছবোমা এবং বিক্ষিপ্তভাবে ভূমিতে পোঁতা মাইনের (ল্যান্ড মাইন) ব্যবহারের প্রমাণ পেয়েছে তারা। অথচ আন্তর্জাতিক সনদ অনুযায়ী এসব বিস্ফোরক ব্যবহার নিষিদ্ধ।

সংস্থাটির ‘ক্রাইসিস রেসপন্স’ বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা দোনাতেলা রোভেরা বলেন, মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানোর সময় কিংবা খাবার ও ওষুধ কেনার সময় মানুষ তাঁদের বাড়ি, রাস্তা, খেলার মাঠ ও কবরস্থানে প্রাণ হারাচ্ছেন। নিষিদ্ধ গুচ্ছবোমার এভাবে বারবার ব্যবহার মর্মান্তিক।

বেসামরিক মানুষের জীবন উপেক্ষিত থাকার আরও একটি ইঙ্গিত এটি। ভয়াবহ এসব হামলার জন্য দায়ী রুশ বাহিনীকে অবশ্যই জবাবদিহির আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত।