ব্রেইন টিউমারে আক্রান্ত  জামালের চিকিৎসায় বাড়িয়ে দিন সাহায্যের হাত 

ব্রেইন টিউমারে আক্রান্ত  জামালের চিকিৎসায় বাড়িয়ে দিন সাহায্যের হাত 

স্টাফ রিপোর্টার : জামাল আহমদ। সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ির বাসিন্দা। বাবার নাম হরমুজহ আলী। টগবগে এই তরুণ ব্রেইন টিউমারে আক্রান্ত। ছেলের চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। 

জামাল বর্তমানে ঢাকা মগবাজারের ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিছুদির আগেও হাসিখুশি প্রাণবন্ত ছিলেন জামাল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সিটি স্ক্যান করে ব্রেইন টিউমারের কথা জানান ডাক্তার। তারপর থেকে পুরো পরিবারে নেমে আসে অদ্ভূত এক অন্ধকার। 

জামাল চাকুরি করেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেটের রায়নগরের সরকারি শিশু পরিবারে (বালিকা), চতুর্থ শ্রেণি কর্মচারী হিসেবে। তার বাবা একজন মুক্তিযোদ্ধা। ভর্তির পর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ১৭ দিন অতিবাহিত হলেও এখনো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।  

জামালের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের অবস্থাও সচ্ছল নয়। তার জন্য প্রতিদিন বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে। এই টাকা যোগাড় করতেও পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। যার কারণে তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। 
হাসপাতালের সিট ভাড়া, ওষুধ, দৈনন্দিন খরচসহ আরও কয়েক লাখ টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করার মতো অবস্থা নেই জামালের। বাড়িতে ঘর-ভিটা ছাড়া আর কোনো জমিও নেই। তাই জামালের পরিবার উপায়ান্তর না পেয়ে  সবার সহযোগিতা কামনা করেছেন। 
সহযোগিতার জন্য মোবাইল (বিকাশ) ০১৭১১-৩৮৯৩৯৬, ০১৭১০-৪৪৭৪৭৫ ও ০১৭৬৭-৪৯৫৭৭৬।