লেখক-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী কাল

লেখক-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী কাল

ডেস্ক রিপোর্টার: বিশিষ্ট কথাসাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার । এ উপলক্ষে অতিমারীর কারণে পারিবারিকভাবে সীমিত পরিসরে দিনটি পালন করা হবে। ওইদিন মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দোয়াখাঁ জাফর মঞ্জিলে কবর জিয়ারত, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জানা যায়, ষাট দশকের বিশিষ্ট কথাসাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলাম ১৯২২ খ্রিস্টাব্দের ২২ নভেম্বর মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০০ সালের ২ আগস্ট ভোরে গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আকাদ্দস সিরাজুল ইসলামের জীবদ্দশায় ‘নয়া দুনিয়া’, ‘নীরব নদী’, ‘পঞ্চবিংশতি’, ‘মাটির চেরাগ’, ‘সাবুর দুনিয়া’, ‘বন্দী জীবনের কিছু কথা, ‘ কারাগার থেকে বেরিয়ে’, ‘চালচিত্র’ এবং ‘ রাক্ষুসে বন্যা এবং’ এ ৯টি গ্রন্থ প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধকালীন আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘মুক্তবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুর পর তাঁর সমগ্র রচনা ২ খণ্ডে প্রকাশিত হয়। এছাড়া তাঁর ওপর একটি স্মারক গ্রন্থও প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, আকাদ্দস সিরাজুল ইসলাম বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের একটানা ২২ বছর (১৯৬৮-৯০) সাধারণ সম্পাদক এবং ৬ বছর (১৯৯০-৯৬) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।