ভর্তি ৬৩ জনের মধ্যে ৭ জন আইসিইউতে

শামসুদ্দিন হাসপাতালে কোভিড রোগীর চাপ বাড়ছে

শামসুদ্দিন হাসপাতালে কোভিড রোগীর চাপ বাড়ছে

স্টাফ রিপোর্টার : সিলেটের কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। গত সপ্তাহে এ বিভাগে করোনার জন্য ডেডিকেটেড শহীদ ডা: শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগী ভর্তির হার ছিল পঞ্চাশের নিচে। কিন্তু,গত শুক্রবার থেকে এ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
এ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিজানুর রহমান জানান, তাদের হাসপাতালে গতকাল শনিবার সবমিলিয়ে ৬৩ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে পজিটিভ ৫৩ জন এবং সন্দেহভাজন ১০ জন। ৭ জন আইসিইউতে ভর্তি রয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। শুক্রবার শামসুদ্দিনে ৬০ জন রোগী ভর্তি থাকলেও পরদিন আরো তিনজন রোগী বেড়েছে। তিনি বলেন, যে হারে রোগী বাড়ছে, এ অবস্থা বিদ্যমান থাকলে এ সপ্তাহেই হাসপাতালের সিট ফিলাপ (পূর্ণ) হয়ে যেতে পারে। এ হাসপাতালের সিট সংখ্যা-১০০টি।
ডা: মিজান জানান, শামসুদ্দিন হাসপাতালে বয়স্ক এবং গুরুতর রোগীরাই মূলত ভর্তি হচ্ছে। লোকজন মাস্ক ব্যবহার না করায় এবং ভ্যাক্সিন না নেয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসায় এ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
২৪ ঘণ্টায় ৩৪৯ জনের পজিটিভ শনাক্ত
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ১৯। ১১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ছিল হার ৩৭ দশমিক ০৫।
গতকাল শনিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, সিলেট বিভাগে করোনায় কোনো মৃত্যু নেই। এ সময় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন শনাক্ত ৩৪৯ জনের মধ্যে সিলেট জেলার ২১৬, ওসমানী হাসপাতালের ২৯ জন, সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জ জেলার ৩২ জন ও মৌলভীবাজার জেলার ৫৪ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। এর মধ্যে সিলেটের ১৪ জন ও মৌলভীবাজার জেলার ১ জন।
বর্তমানে চার জেলায় হাসপাতালে ভর্তি আছেন ১৭৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩২ জন, সুনামগঞ্জ জেলার ১৬ জন, হবিগঞ্জ জেলার ৩ জন ও মৌলভীবাজার জেলার ২৫ জন। এছাড়া, সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন রোগী। এর মধ্যে করোনা সন্দেহজনক ৬ জন, পজিটিভ ৬ জন ও আইসিইউতে ৪ জন। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনামুক্ত ৯২ জনের মধ্যে সিলেট জেলার ১৮ জন, হবিগঞ্জ জেলার ৭০ জন ও মৌলভীবাজার জেলার ৪ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮২ জন মারা গেছেন, ওসমানী হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জের ৪৯ জন ও মৌলভীবাজারের ৭২ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৬১ হাজার ৭৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ১৮ জন, ওসমানী হাসপাতালে ৫ হাজার ৪৯০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬৪৯ জন, হবিগঞ্জে ৭ হাজার ২৭৩ জন ও মৌলভীবাজারে ৯ হাজার ৩০৭ জন।
অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৫১ হাজার ১৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১ হাজার ১৭৯ জন, ওসমানী হাসপাতালে ৮৫৬ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩ জন, হবিগঞ্জে ৫ হাজার ৪০৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৫৩৯ জন।