শায়েস্তাগঞ্জে ভুয়া পশু  চিকিৎসকের অপচিকিৎসা

শায়েস্তাগঞ্জে ভুয়া পশু  চিকিৎসকের অপচিকিৎসা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফজর আলী নামে এক ভুয়া পশু চিকিৎসকের আবির্ভাব ঘটেছে। তার অপচিকিৎসায় অনেক গবাদি পশুর মৃত্যুর অভিযোগ রয়েছে। 

ভুক্তভোগীরা জানান, এই কথিত ডাক্তারের কোনো প্রাতিষ্ঠানিক সনদ ও বৈধ কাগজপত্র নেই। তবুও তিনি বহাল তবিয়তে শায়েস্তাগঞ্জ চুনারুঘাটসহ বিভিন্ন এলাকায় মোটর সাইকেলযোগে পশু পাখির চিকিৎসা দিয়ে থাকেন।  

জানা গেছে, ফজর আলীর বাড়ি চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামে। তিনি বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ডাক্তারি পদবী ব্যবহার করে পশু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি শায়েস্তাগঞ্জ কাজীরগাঁও গ্রামের আজলু মিয়ার একটি গাভী অসুস্থ হলে দালালের মাধ্যমে কথিত চিকিৎসক ফজর আলীকে খবর দেয়া হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গাভীটিকে একটি ইনজেকশন পুশ করলে গাভীটির গর্ভপাত শুরু হয়। এতে গাভীটি আরও অসুস্থ হয়ে পড়ে। ফলে গাভীটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। 
হাসপাতালের চিকিৎসক জানান, ইনজেকশন পুশ করার কারণে গাভিটির পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। ফজর আলীর বিরুদ্ধে এরকম আরও অসংখ্য অভিযোগ রয়েছে। 
এ বিষয়ে ফজর আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাংবাদিক নাম শুনেই মোবাইল ফোন বন্ধ করে দেন।