সুনামগঞ্জে ফুল দিয়ে ৫০ দম্পতিকে মিলিয়ে দিল আদালত!

সুনামগঞ্জে ফুল দিয়ে ৫০ দম্পতিকে মিলিয়ে দিল আদালত!

রয়েল ভিউ ডেস্ক:
সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক মামলার রায়ে ৫০ পরিবারকে আপস মীমাংসার মাধ্যমে মিলিয়ে দিয়েছে আদালত। তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

ট্রাইব্যুনালের সহকারী পিপি মনির উদ্দিন বলেন, ‘যৌতুকসহ নানা অজুহাতে নির্যাতিত হয়ে স্বামীর ঘর থেকে বের হওয়া ৫০ নারীকে সন্তান ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আবারও সংসার করার ব্যবস্থা করে দিয়েছে আদালত। এমন রায়ে মামলার জট কমছে এবং সংসার ভাঙার হাত থেকে রক্ষা পেল কয়েকটি পরিবার।’

এক মামলার আসামি বিশ্বম্ভরপুর উপজেলার বাদশা মিয়া বলেন, ‘আমি ভুল বুঝতে পেরেছি। আদালত যে রায় দিয়েছে, আমি ও আমার পরিবার তা মেনে চলব। ছোট্ট সংসারে আমরা হাসিখুশি থাকব।’

সিনিয়র আইনজীবী মতিয়া বেগম বলেন, ‘আজকে যেসব রায় হলো, তার সবগুলোই যৌতুক মামলা। এতে ধ্বংসের হাত থেকে ৫০টি পরিবার রক্ষা পেয়েছে।’