হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় প্যারাসিটামল

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় প্যারাসিটামল

রয়েল ভিউ ডেস্ক:

উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের ক্ষেত্রে প্যারাসিটামলের ব্যবহার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে সতর্ক করেছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

দীর্ঘ সময়ের জন্য রোগীদের প্রেসক্রিপশনে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরো সতর্ক হওয়া প্রয়োজন বলে জানান তারা।

জ্বর, সর্দি-কাশি, মাথা ব্যাথা বা যেকোনও ব্যাথা হলেই প্যারাসিটামল খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। তবে গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপে ভোগ ব্যক্তিরা প্রতিদিন প্যারাসিটামল খেলে বাড়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি।
 
এজন্য হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্যারাসিটামল দেয়ার আগে চিকিৎসকদের সতর্ক থাকতে বলেছেন গবেষকরা।

উচ্চ রক্তচাপে ভুগছেন, এমন ১১০ রোগীর ওপর গবেষণা চালিয়েছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। এর মধ্যে দুই তৃতীয়াংশ রোগী উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ সেবন করছিলেন। তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের দেহে দেখা গেছে প্যারাসিটামলের বিরূপ প্রভাব।
 
গবেষণায় দেখা যায়, চার দিনের মধ্যে প্যারাসিটামল দেয়া রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। যে কারণে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ।

তবে জ্বরসহ মাথাব্যাথার জন্য কিছু ক্ষেত্রে ওষুধটি ব্যবহারে তেমন সমস্যা নেই বলেও জানান তারা। কিন্তু যেকোনও ওষুধ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়ার ওপর জোর দিয়েছেন তারা।

প্যারাসিটামল-জাতীয় ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের গায়ে লেখা পড়ে নেয়া জরুরি। প্যারাসিটামল ও ডি-এল মেথিওনিনের মিশ্রণ বা কম্বিনেশনের ওষুধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মাঝে মাঝে প্যারাসিটামল খেলে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তবে দীর্ঘমেয়াদে নিয়মিত প্যারাসিটামল খেলে তা প্রাণঘাতী হতে পারে বলে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘস্থায়ী ব্যথার জন্য যাদের প্যারাসিটামল প্রয়োজন তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আলাদা ওষুধ ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন গবেষকরা।

উচ্চরক্তচাপের কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে প্রতি বছর ব্রিটেনে ৭৫ হাজার রোগী এবং যুক্তরাষ্ট্রে ৫ লাখ রোগীর মৃত্যু হয়।