সরকারের পাশাপাশি আ.লীগের নেতাকর্মীরাও  সাধ্যমতো বন্যার্তদের পাশে আছে : আসাদ উদ্দিন আহমদ

সরকারের পাশাপাশি আ.লীগের নেতাকর্মীরাও  সাধ্যমতো বন্যার্তদের পাশে আছে : আসাদ উদ্দিন আহমদ

সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর, ২৮ নম্বর ওয়ার্ডের পিরোজপুর, ৩০ নম্বর ওয়ার্ডের চান্দাই, নজরপুর, তেলীপাড়া ও তালুকদার পাড়ায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। গত শুক্রবার দিনব্যাপী ও গত শনিবার সকালে সহস্রাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন তিনি। 

আসাদ উদ্দিন আহমদ বলেন, বন্যাদুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ কাজে ইতোমধ্যে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিত্তবানরাও যার যার সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এতে বন্যার্ত মানুষের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। তবে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা দরকার। 

এ সময় তার সাথে আওয়ামী লীগ নেতা মো. ফজলুল করিম হেলাল, তাহসিন আহমেদ দিপু, মিজানুর রহমান, মিছবা উদ্দিন, গৌরা দাশ, দিলীপ চন্দ্র দাস, দীপংকর দাস, দেলোয়ার হোসেন সজিব, সমাজসেবী এডভোকেট ফুরাহিম আহমদ, তোফায়েল আহমদ, আব্দুল মান্নান, জাবেদ আহমদ মেম্বার, জাহেদ আহমদ, যুবলীগ নেতা ইশতিয়াক আহমদ পিন্টু, মহানগর তাঁতী লীগের সহসভাপতি তরিকুল ইসলাম মুবিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পী, ফয়েজুর রহমান, দীপংকর টিপু, শেখ মোহাম্মদ আমিন, রাসেল মাহফুজ, সবুর আহমদ দিপু, ফাহিম আহমদ হামিম, আবিদুর রহমান তপু, মুহিবুল হাসান শাওন, আশরাফুল ইসলাম, সানোয়ার হোসেন সাকিব, ইফতেখারুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি