জেলা ও মহানগর আ.লীগের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

সার্চ কমিটি যুক্ত করে উন্নত ও স্বচ্ছ ইসি নিয়োগ আইন করা হয়েছে

সার্চ কমিটি যুক্ত করে উন্নত ও স্বচ্ছ ইসি নিয়োগ আইন করা হয়েছে

দলে অনুপ্রবেশকারীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে 

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিশ্বের যেসব দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে; সেসব দেশে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ হয়। সার্চ কমিটি যুক্ত করে সেসব দেশ থেকে আরও উন্নত ও স্বচ্ছ করে বাংলাদেশে নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইন করা হয়েছে। 
গতকাল শুক্রবার সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 
তথ্যমন্ত্রী বলেন, এরকম একটি আইন পাশ করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে সরকারকে বার বার তাগিদ দেওয়া হয়েছে। এমনকি বিএনপিও বিভিন্ন মাধ্যমে আইন পাশ করার দাবি তুলেছে। বিএনপি এখন এটাকেও না করে দিচ্ছে। আসলে বিএনপি না রোগে আক্রান্ত। সব কিছুতেই তাদের না। বিএনপির মহাসচিব আবারও বলেছেন, তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না। তিনি শিক্ষিত লোক হয়ে-এটা বুঝতে চাচ্ছেন না যে, সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের মাধ্যমে। 
তথ্যমন্ত্রী বলেন, আমাদের আশপাশের যেসকল দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে এসব দেশে রাষ্ট্রপতি বা রাষ্ট্র প্রধান নির্বাচন কমিশন নিয়োগ করেন। তাদের থেকে আমাদের দেশে এই পদ্ধতিকে আরও উন্নত করা হয়েছে। তাদের কোনো সার্চ কমিটি নেই। আমাদের দেশে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) এই আইন পাশ করা হয়েছে। স্বচ্ছতার জন্য সেখানে সার্চ কমিটি রাখা হয়েছে। সার্চ কমিটি খুঁজে বের করে নাম প্রস্তাব করবে। সেখান থেকে রাষ্ট্রপতি ৫ জনকে নিয়োগ দিবেন।  
ড. হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যার যাদুকরি নেতৃত্বে বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির প্রশংসা বিশ্ববাসী করছে। এই সাফল্যে বিএনপি জামায়াত এবং তাদের মিত্রদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা টাকা খরচ করে দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বাক্ষর করে চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশকে সাহায্য না দেয়ার জন্য। একটি দলের মহাসচিব কিভাবে এসব কাজ করতে পারেন? এটা দেশ বিরোধী। যারা নিজের দেশকে সাহায্য না করতে অন্যদের কাছে নিজেই স্বাক্ষর করে চিঠি লিখতে পারে এরা দেশদ্রোহী।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, পর পর তিনবার আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে। এসময় দেশ অনেক বদলে গেছে। আমাদের অনেকের মধ্যে আলস্য চলে এসেছে।  এই সুযোগে দলে অনেক সুযোগ সন্ধানীর প্রবেশ-অনুপ্রবেশ ঘটেছে। এদের প্রতি সজাগ থাকতে হবে।  বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে, না হয় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এটা প্রমাণ করে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামীলীগ। 
ছাত্রলীগ কিছু করল কি না বা অতীতে করেছে কিনা কিছু পত্রিকা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজে বেড়ায় উল্লেখ করে মন্ত্রী বলেন, দলের তরুণ নেতাকর্মীদের বিনয়ী হতে হবে। তা না হলে দলের সাফল্য ম্লান হয়ে যাবে। দলে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশের সাড়ে ৮ কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধীরা আমাদের বিপক্ষে আমাদের সফলতার বিপক্ষে নানা অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সক্রিয়  হতে হবে। এদের জবাব দিতে হবে। সরকারের সাফল্য তুলে ধরতে হবে। 
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সভায়  জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বিকেলে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে মতবিনিময় করেন। এছাড়া, বাংলাদেশ টেলিভিশনের সিলেট উপকেন্দ্রও তিনি পরিদর্শন করেন।