সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু

রয়েল ভিউ ডেস্ক :

সিলেট বিভাগে  অতিমারি করোনাভাইরাসে  শনাক্তের হার কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘন্টায়ও এ বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়ে্ছে শতকরা ১৩.১৬ ভাগ। শনাক্তের এ হার গত প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন। 

সিলেট  স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়,

মারা যাওয়া ১২ জনের মধ্যে সিলেট জেলায় ১১ জন ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে এ বিভাগে ১০২৭ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত

সিলেট জেলায় সর্বোচ্চ ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৯২ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৭০ জনের মৃত্যু হয়েছে। 

২৪ ঘন্টায় ১৩৭৫  জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.১৬ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৫২ হাজার ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ৩২ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৭৮ জন। এছাড়া, একদিনে র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী হাসপাতালে ভর্তি ২২৪ জনের মধ্যে সিসিইউতে ৯ জন, করোন শনাক্ত ৬০ জন ও সন্দেহভাজন ১৫৫ জন।