সিলেটে ১৭ ও ১৮ নভেম্বর দুই দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা

সিলেটে  ১৭ ও ১৮ নভেম্বর দুই দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা

সিলেট আলিয়া মাদরাসা ময়দানে আগামী ১৭-১৮ নভেম্বর দুই দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১১টায় নগরীর কুমারপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সিলেট জেলা আমীর মাওলানা আব্দুল কাদির বাঘরখালীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা), বিশেষ অতিথি ছিলেন জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম আল¬ামা মুহিব্বুল হক গাছবাড়ি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ওলিউর রহমান, আঞ্জুমানের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুস সবুর প্রমুখ।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সমাবেশস্থলের মূল প্যান্ডেল, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও পর্যাপ্ত মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তি