হাটখোলায় ওয়ার্ল্ড ভিশন’র  ৫৭টি বকনা বাছুর বিতরণ 

হাটখোলায় ওয়ার্ল্ড ভিশন’র  ৫৭টি বকনা বাছুর বিতরণ 

সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের সতেরো গ্রামে সুবিধাভোগীদের মাঝে ৫৭টি বকনা বাছুর হস্তান্তর করেছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বকনা বাছুর বিতরণ করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের আর্তসামাজিক উন্নয়নে বকনা বাছুরগুলো ভূমিকা রাখবে। কৃষির ওপর গুরুত্ব বাড়াতে তিনি উপকারভোগীদের পরামর্শ দেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  
এর আগে ভেটেরিনারি হাসপাতাল বকনা বাছুরগুলো পরীক্ষা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টেকনিক্যাল স্পেশালিস্ট ড. রুহুল আমিন সরকার, প্রোগ্রাম অফিসার জাবির আহাম্মদ নোমান, জুনিয়র প্রোগ্রাম অফিসার মেরিয়ান সেতু রোজারিও প্রমুখ।-বিজ্ঞপ্তি