১২তম রাগীব-রাবেয়া  সাহিত্য আসর অনুষ্ঠিত

১২তম রাগীব-রাবেয়া  সাহিত্য আসর অনুষ্ঠিত

রাগীব-রাবেয়া রিসার্চ সেন্টার আয়োজিত ১২তম রাগীব-রাবেয়া সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জানুয়ারি। জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে জসাস সভাপতি এনাম আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের সিইও কবি ও সাহিত্যিক এম এ ফাত্তাহ।

আসরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচ এম মাহমুদ হোসাইন, মো. আব্দুস ছাত্তার, মাওলানা শাহেদ আহমদ, মো: আব্দুশ শাকুর, আব্দুশ শহীদ ও কবি আনোয়ার হোসেন খাঁন।
সভায় স্বাগত বক্তব্যে রিসার্চ সেন্টারের পরিচালক কবি ফজলুর রহমান ফজলু দানবীর ড. রাগীব আলীর বর্তমান শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। রাগীব-রাবেয়া রিসার্চ সেন্টার নির্মাণ ভবনের ড্রয়িংসহ যাবতীয় হিসাব দানবীর ড. রাগীব আলীর কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং কবিতায় দানবীর ড. রাগীব আলীর গোটা জীবন তুলে ধরার জন্য তিনি নতুন বই লিখে যাচ্ছেন বলে জানান। 
প্রধান অতিথি এম এ ফাত্তাহ তার বক্তব্যে দানবীর ড. রাগীব আলীকে জ্ঞান পথের দিশারী, শিক্ষা সংস্কৃতির প্রাণ পুরুষ বলে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন মো.আব্দুল আহাদ, আবুল কালাম, সুধা বিন্ধু নাথ, আব্দুস সালাম আজাদ, ফজলুর রহমান ফজলু, সাহান আহমদ, ইফফাত মাহমুদ সজীব, নজমুদ্দিন, শামছ উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি