৭ এপিবিএন’র মাসিক কল্যাণ ও অপরাধ সভা 

৭ এপিবিএন’র মাসিক কল্যাণ ও অপরাধ সভা 

রয়েল ভিউ ডেস্ক: ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অস্থায়ী সদর খাগড়াছড়িতে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় সভাপতিত্ব করেন ৭ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ফরিদুল ইসলাম।

কল্যাণ ও অপরাধ সভায় উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক পুলিশ সুপার, কাজী আব্দুর রহীম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট থেকে অনলাইনে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, ব্যাটালিয়ন সদর লালাবাজার সিলেট ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ক্যাম্প থেকে অনলাইন এবং অস্থায়ী সদর খাগড়াছড়ি থেকে সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ অংশগ্রহণ করেন।

সভায় জুন মাসের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্বের জন্য হিসাব রক্ষক এসআই মুখলেসুর রহমানসহ হিসাব শাখার সকল সদস্যকে এবং এএসআই ক্লার্ক রইছ উদ্দিন, এএসআই সুমন, এএসআই মোঃ শহীদুল ইসলাম মন্ডল, নায়েক জীবন চাকমা, কনস্টেবল রিয়াদ বিন কুতুব, এবং কনস্টেবল মোস্তাক আহমেদকে পুরস্কার প্রদান করা হয়।

সভায় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে অধিনায়ক তাৎক্ষণিক কিছু বিষয় সমাধান করেন এবং বাকি বিষয় সমাধান করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অধিনায়ক সাইবার ক্রাইম রোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ অপরাধ দমনে সবাইকে আরো জোরালো ভাবে কাজ করতে নির্দেশ প্রদান করার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।