বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিনের দায়িত্ব গ্রহণ
সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দয়াল উদ্দিন তালুকদার পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ইউনিয়ন পরিষদ সচিব অশোক বৈদ্যের পরিচালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দয়াল উদ্দিন তালুকদারকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দয়াল উদ্দিন তালুকদারও সাবেক চেয়ারম্যান মোঃ ছয়ফুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, বিশিষ্ট মুরুব্বি শেখ মনির মিয়া, আনছার মিয়া, সেলিম আহমেদ, এলাইছ মিয়া তালুকদার, রোটারিয়ান রিয়াজ উদ্দিন তালুকদার, এনাম উদ্দিন তালুকদার প্রমুখ। ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশিক মাহমুদ, হাজী আব্দুল মালিক হান্নান, ফজর রহমান, নাজিম উদ্দিন নাহিন, তানভীর হোসেন, সামিম আহমদ, খালেদ মিয়া, মালিক মিয়া, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, মায়ারুন নেছা, বাবলী বেগম, রোজিনা বেগম।-বিজ্ঞপ্তি