ঈদ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : এসপি মুরাদ আলি 

ঈদ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : এসপি মুরাদ আলি 

চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন ঈদুল ফিতরকে ঈদকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পুলিশের  পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে হবিগঞ্জে  পুলিশ সুপার এসএম মুরাদ আলি  বলেন, কোন রকম নিরাপত্তা ঝুঁকি ছাড়াই জেলা সহ চুনারুঘাট উজেলাবাসী  পরিবার পরিজনসহ ঈদ উৎসব করবে, শপিং করবে নির্বিঘ্নে ঘুরাঘুরি করবে, তাদের নিরাপত্তাহীনতা ঘটবে না সেটা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করছি।  তিনি আরও  বলেন, প্রবাসী,  চাকুরীজিবী, সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন  কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যাতে না হন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে অনেক পুলিশ সদস্যকে ছুটি পর্যন্ত দেয়া হয়নি। এই নিরাপত্তা ব্যবস্থা ঈদ পরবর্তী কয়েকদিন অব্যাহত থাকবে। একই ধরণের নিরাপত্তা ব্যবস্থা জেলাসহ  প্রতিটি উপজেলা পর্যায়েও নেয়া হয়েছে।

 শনিবার (৩০ এপ্রিল)  চুনারুঘাট থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন প্রধান অতিথি পুলিশ সুপার ।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,  সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল,  উপজেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মো : আবু তাহের, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার,   উপজেলা ভাইরাস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল,  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সালেহ আহমেদ,  অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বর্তমান সভাপতি মো: জামাল হোসেন লিটন,  সাধারণ সম্পাদক মো:  জাহাঙ্গীর আলম,  ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, আব্দালুর রহমান আব্দাল,  মো: মানিক সরকার, মুহিতুর রহমান রুমন ফরাজিসহ আওয়ামিলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও  সাংবাদিকগণ এবং  নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।